Monday, August 5, 2019

চট্টগ্রাম এর ঐতিহ্যবাহী এতিম খানা | Chittagong's traditional orphanage

        বায়তুর রিদওয়ান ইয়াতীমখানা ও হেফজখানা                         মাদরাসা-ই-আবু হুরায়রা (রাঃ) দখিল।

কমপ্লেক্স এর প্রকল্প সমূহ।
আবু হুরায়রা (রাঃ) জামে মসজিদ,চট্টগ্রাম-Easy tips for life


* বায়তুর রিদওয়ান ইয়াতিমখানা।
* মাদরাসা-ই-আবু হুরায়রা (রাঃ) দাখিল।
* আবু হুরায়রা (রাঃ) আদর্শ ফোরকানিয়া মক্তব।
* বায়তুর রিদওয়ান হেফজখানা।
* হামিদ মাহবুব ইসলামী পাঠাগার। 
* মডার্ন টেকনিক্যাল ইনস্টিটিউট। 
* কম্পিউটার ট্রেনিং সেন্টার। 
* দাতব্য চিকিৎসালয় (প্রস্তাবিত)

মাদরাসা -ই- আবু হুরায়রা( রাঃ) ।

মাদরাসা-ই-আবু হুরায়রা (রাঃ) দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসার নিজস্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রত্যেক ছাত্র /ছাত্রীর কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক। বর্তমানে মাদ্রাসার শিক্ষক - কর্মচারী সংখ্যা ১৭ জন এবং ছাত্র /ছাত্রীর সংখ্যা ৭৮৫জন।২০১৩ সালে ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষায় ৯৮%পাশ,৮ম শ্রেণির JSC পরিক্ষায় ৯৯% এবং ২০১৪ সালের দাখিল ৯৫% ভাগ উত্তির্ন। ছাত্রদের জন্য রয়েছে একটি উন্নতমানের ছাত্রাবাস।

বায়তুর রিদওয়ান ইয়াতীমখানা ও হেফজখানা।

ইয়াতিমখানা ও হেফজখানার মোট ছাত্র সংখ্যা ২৫০জন, তন্মধ্যে ইয়াতিম ৮০জন।
বাকি ছাত্রগুলো অনেকটাই অসচ্ছল পরিবারের। যৎসামান্য খোরাকীতে লেখাপড়া করছে। ইয়াতিমদের স্বতন্ত্র আবাস ব্যবস্থা, পরিচর্যা, পাঠদান, খাদ্য, শিক্ষা উপকরণ, পোশাকাদি চিকিৎসা সহ যাবতীয় ব্যায়ভার ইয়াতিমখানা কতৃপক্ষ বহন করেন। এই ব্যায়ের বাৎসরিক পরিমাণ প্রায় ছত্রিশ (৩৬) লক্ষ 
টাকা। ইয়াতিমখানার কোন স্থায়ী আয় না থাকায় দানশীল ব্যক্তিদের নিকট হতে প্রাপ্ত অর্থের মাধ্যমে ইয়াতিমখানার যাবতীয় খরচাদি পরিচালনা করা হয়।

মাদরাসা-ই-আবু হুরায়রা (রাঃ) দাখিল,চট্টগ্রাম-Easy tips for life

ব্যবস্থাপনা ।

শিক্ষার প্রাথমিক ধাপ আবু হুরায়রা( রাঃ)আদর্শ ফোরকানিয়া মক্তব। নূরানী প্রশিক্ষণ প্রাপ্ত ২জন শিক্ষকের তত্বাবধানে পাঠদান সম্পন্ন হচ্ছে। পরবর্তী ধাপে হেফজ উপযোগী ছাত্রদের নাজারা খানায় ভর্তি করা হয়। পাঁচ জন প্রশিক্ষণ প্রাপ্ত হাফেজে কোরআনের তত্ত্বাবধানে হেফজখানা পরিচালিত হয়।নাজারা খানা ও হেফজখানায় বর্তমানে ১৫০ জন ছাত্র আছে। ১ জন পরিচালক ও ৪জন শিক্ষকের তত্ত্বাবধানে ইয়াতিমখানা পরিচালিত হয়।ইয়াতিম ছাত্রদের সঠিক রুটিন অনুযায়ী লেখাপড়া,গোসল, খাওয়া -দাওয়া, খেলাধুলা,ও নিদ্রা ইত্যাদি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। ইয়াতিম ছাত্রদের ধর্মভীরু,আদর্শ ও পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তেলার ত্রুটিহীন চেস্টায় সংশ্লিষ্টরা নিবেদিত। 
বর্তমান 
অবস্থা ।

ছাত্রদের থাকার জন্য প্রতি ফ্লোর ৪০০০ বর্গফুট বিশিষ্ট চারতলা বিল্ডিং নির্মাণের কাজ মোটামুটি সমাপ্তির পথে। এছাড়া ছাত্রদের নামাজ পড়তে অজুর সমস্যা রয়েছে। মসজিদের দ্বিতীয় তালায় কাজ অসম্পূর্ণ রয়েছে। পরিকল্পনাধীন রয়েছে একটি দাতব্য চিকিৎসালয়।

কমপ্লেক্সের সমাজ সেবামূলক কার্যক্রম ।
বায়তুর রিদওয়ান ইয়াতিমখানা ভবন-Easy tips for life

★খৎনা কার্য সম্পাদন - ৩৫ জন
★ বৃক্ষরোপন অভিযান -২০০ 
★শীত বস্ত্র বিতরণ -২০০০ জন 
★কাফনের কাপড় বিতরণ -৭ জন
★ বিনামূল্যে চক্ষু শিবির -২৫ জন।

যোগাযোগের ব্যবস্থা ।

তুলাতলী,নাসিরাবাদ,পোঃ পলিটেকনিক,থানা ঃ খুলশী,চট্টগ্রাম-৪২০৯,ফোনঃ৬৮৩২৬২
 পরিচালক ঃ ০১৮১২৯২৭০১২
 জাকির হোসেন রোড, ওমেন কলেজ মোড় থেকে সরাসরি নাসিরাবাদ গার্লস স্কুল সংলগ্ন রাস্তা হয়ে রেল লাইনের
 উত্তর পার্শে তুলাতলীতে অবস্থিত।

দানশীল ব্যক্তিদের যোগাযোগ ।

সরাসরি ইয়াতিমখানায় , অথবা একাউন্ট নং - ৪১১৩ , ইসলামী ব্যাংক লিঃ, আন্দরকিল্লা শাখা, চট্টগ্রাম।

 পরিচালক ঃ ০১৮১২৯২৭০১২

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.