Friday, July 5, 2019

সফলতা অর্জন করতে হলে আমাদের যেসব আবেগ সমূহ ত্যাগ করতে হবে

সফলতা অর্জন করতে হলে আমাকে আপনাকে যেসব আবেগ সমূহ ত্যাগ করতে হবে...

১:পিছনের খারাপ রেজাল্ট কিংবা ভালো রেজাল্টের কথা ভেবে অতিরিক্ত ভেঙে পড়া কিংবা আবেগে অতি উৎসাহী হওয়া যাবে না।

২:দুঃসময়ে প্রিয় বন্ধুগুলো কাছে নেই এই দুঃখে নিজেকে বড় অসহায় মনে করা নিছক বোকামী,এর ফলাফল কিছুই না।


৩:নিজের ব্যক্তিগত পরিকল্পনার সবকিছুই শুধু শুধু অন্যদের বলা বিরত থাকুন।


৪:নিজের দুঃখের কথা স্ট্যাটাস দিয়ে সবাইকে জানানো থেকে বিরত থাকুন।


৫:আপনি পিছনে কী কী ভালো কাজ করেছেন এসব অন্য সবাইকে বলা থেকে নিজেকে বিরত রাখুন বরং নিজের ভুলের কথা অন্যদের আগাম জানিয়ে দিন।


৬:অন্যের সফলতা দেখে আফসোস না করে নিজের ভিতরে শক্তি যোগান আমাকেও সাফল্য পেতে হবে।


৭:নিজের দারিদ্র্যতার কথা ভেবে নিজেকে তুচ্ছ মনে করছেন একদম নিছক বোকামী কাজ কেননা এমন হাঁজারো ইতিহাস আছে যাঁরা শূণ্য থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পদে অবস্থান করছে।


৮: বাবা-কিংবা মা মারা যাওয়ার ফলে মনে করেছেন আপনার জীবন শেষ? ভুল ভাবছেন,এইসএসসি পরিক্ষার একদিন আগে বাবা মারা যাওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পাস করে এস আই হয়ে বাবার স্বপ্ন পূরণ করেছেন একদম কোন রকম টাকা ছাড়াই।অনার্সে পড়ার সময় হঠাৎ বাবা মারা যাওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবার বিবিএ পরিক্ষায় নবম হয়েছে ডিপার্টমেন্টে ।


৯:সবকিছু বাদ দিয়ে আজ থেকে পড়ালেখা শুরু করবো এমন তথ্য স্ট্যাটাস দিয়ে সবাইকে বলার কিছুই নাই।


১০: কিছু করতে হলে ত্রিশ বছরের মধ্যে করতে হবে,কেননা ত্রিশ বছর পরে আপনার সার্টিফিকেটর যে মূল্য আর ঝালমুড়ি দেওয়া কাগজের মুল্য একই       থাকবে তাতে যে রেজাল্টই হোক।


১১:ব্যর্থতা, হতাশা,দারিদ্র্যতা নিয়েই জীবন তাই এতে আবেগ প্রবণ না হয়ে নিজেকে তৈরী করার চিন্তা করুন।


১২:মা-বাবার জন্য হলেও আপনাকে সফল হতে হবে,দেশে এখনও হাঁজার হাঁজার মানুষ ভালো মানের চাকুরী করে কোন রকমের ঘুষ দেওয়া ছাড়া।





শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.