এমেবিক ডিসেন্টারিতে বেদনা নাভীর চতুর্দিকে থাকে এবং ব্যাসিলারীতে সমস্ত উদর প্রদেশে বেদনা থাকে।
বাহ্যে'র পূর্বে,সময়ে ও পরে,পেট কামড়ানি থাকে।প্রদাহীত ও স্ফীত বৃহদান্ত্রের শ্লৈষ্মিক ঝিল্লির আক্ষেপ জনক সঙ্কোচনহেতু এই পেট কামড়ানী হয়ে থাকে।
সিগময়েড ও সরলান্ত্রের প্রদাহহেতু রোগী মল ত্যাগ কালে অসহ্য বেদনা বোধ করে এবং শূল সহ প্রবল কুন্হন বর্তমান থাকে। সমস্ত উদর প্রদেশ চাপ দিলে বেদনা অনুভত হয়,গুহ্যদেশ ও সরলান্ত্রে জ্বালা থাকে।
অন্ত্রের কোলন নামক অংশের পক্ষাঘাত (paralysis of the colon) উপস্থিত হলে পেটে বেদনা থাকে না এবং অনেক সময় কস্টদায়ক উপসর্গ গুলো অনুভূত হয় না। অত্যন্ত কোঁথ পড়ার জন্য হারিস বের হয়ে যায়।অসহ্য যন্ত্রণার জন্য রোগী মূর্ছা যাইতে পারে বা তাহার আক্ষেপ (convulsion) পর্যন্ত হতে দেখা যায়। মূত্রবরোধ হতে পারে।
প্রত্যাব্বত্ব লক্ষন (Reflex symptoms) - বমি,মূত্র ত্যাগ এ কস্ট এবং মূত্রের স্বল্পতা,প্রচুর আম নিঃসৃত হওয়ার জন্য অনেক সময় মূত্রাবরোধ হয়ে থাকে।
শিশুদের এবং অত্যন্ত অবসাদগ্রস্ত রোগীদের এই লক্ষ্মণের প্রতি বিশেষ দৃস্টি রাখা আবশ্যক।
ইহাতে মুত্রের পরিমাণ কম হয়,আপেক্ষিক গুরুত্ব বৃদ্ধি পায় এবং মূত্রে আন্ডুলাল,হায়ালিন এবং গ্রান্হুলার কাস্ট বর্তমান থাকতে পারে। অন্যান্য স্নায়বিক লক্ষন ও থাকতে পারে। রোগীর জিহ্বা লক্ষনের পরিবর্তন ঘটে, বিশেষত :ব্যাসিলারী ডিসেন্ট্রীতে উহা দেখা যায়।
জিহ্বা ময়লা বৃত্ত হয় এবং ময়লার উপর স্পস্ট দাতের দাগ ( imprint of teeth) দেখা যায়।
সার্বাঙ্গিক লক্ষনঃ
নূ্নাধীক জ্বর থাকতে পারে, দেহ হতে জ্বলীয় পদার্থ বেশী পরিমাণে নির্গত হওয়ায় তৃষ্ণা থাকে।
চর্মের রুক্ষতা ইত্যাদি।