কলেরা বা ডাইরিয়া বাংলাদেশের পরিচিত রোগ।
এই রোগের বাংলা নাম ওলাউঠা। ওলাউঠা অর্থাৎ ভেদ- বমি বুঝায়। ওলা অর্থাৎ নীচে নামা বা ভেদ এবং উঠা অর্থাৎ উপরে উঠা বা বমি। কিন্তু শুধু ভেদ-বমি বললে ওলাউঠা বা কলেরার সম্যক পরিচয় দেওয়া হয় না।
চাউল ধোয়া জ্বল, ভাতের মাড়,পান্তা ভাতের আমানি বা কুমড়া পচা জলের ন্যায় ভেদ, সেই সঙ্গে প্রস্রাব বন্ধ, ক্রমশ : হাতে পায়ে খিল ধরা,নাড়ীলোপ,দারুণ পিপাসা, গাত্র জ্বালা,শরীরের হিমাঙ্গ অবস্থা,প্রচুর শীতল-ঘর্ম,স্বর ভাঙা বা স্বরলোপ,চোখ মুখ বসে যাওয়া, হাত পায়ের চামড়া কুঞ্চিত বা চোপ্সান,শ্বাস কস্ট প্রভৃতি আনুষঙ্গিক লক্ষন ক্রমশঃ প্রকাশ পায়।
শিশুদের ক্ষেত্রে প্রচুর ভেদ- বমি হেতু শিশু রক্তহীন ও জিবনী শক্তি শুন্য হয়ে পরায় মস্তিষ্কে জ্বল সঞ্চয় লক্ষন দেখা যেতে পারে।
ইহার অন্য নাম এসিয়াটিক কলেরা বা এপিডেমিক কলেরা।
এই কলেরা জিবানু - সম্ভুত ব্যাধী। কিন্তু সিম্পল কলেরা বা সামান্য প্রকৃতির কলেরা সম্ভবত :জীবানু সম্ভুত নয়।উহাকে কলেরা মর্বাস বলে,ইংলিশ কলেরা বা উৎকট প্রকৃতির অতিসার বলা হয়।
ইহার অন্য নাম এসিয়াটিক কলেরা বা এপিডেমিক কলেরা।
এই কলেরা জিবানু - সম্ভুত ব্যাধী। কিন্তু সিম্পল কলেরা বা সামান্য প্রকৃতির কলেরা সম্ভবত :জীবানু সম্ভুত নয়।উহাকে কলেরা মর্বাস বলে,ইংলিশ কলেরা বা উৎকট প্রকৃতির অতিসার বলা হয়।