Sunday, June 9, 2019

পূরাতন পাকস্থলী প্রদাহ (gastric)


রোগ পরিচয় ও কারন-নতুন বা তরুন ব্যাথা আরোগ্য না হয়ে প্রাচীন আকারে পরিনত হতে পারে অথবা ব্যাধী প্রথম হইতে প্রাচীন ভাব ধারন করে প্রকাশ পেতে পারে।
তেজস্কর ঔষধ অথবা মদ্যপান,কফি পান,অতিরিক্ত ভোজন,তামাক সেবন,মানসিক পরিশ্রম বা মানসিক অস্হিরতা,শারিরীক পরিশ্রমের অভাব ইত্যাদি হতে এই রোগ জন্ম নিয়ে থাকে,যদিও শিশুদের ক্ষেত্রে ইহার অধিকাংশ কারনই প্রযোজ্য নয়।

যকৃত,প্লীহা,ও মুত্রযন্ত্রের পীড়াহেতু এবং অগ্নিমান্দ্য অথবা কোন বিষাক্ত দ্রব্য উদরস্ত হয়ে পাকস্থলীতে পুরাতন  প্রদাহ জন্মাতে পারে।
পাকস্থলী রস বা gastric juice এর অপ্রাচুর্য হেত অত্যধীক আহার বা গুরুপাক দ্রব্য আহারে পাকস্থলীতে খাদ্যের পচন আরম্ভ হয়ে এই রোগ উৎপন্ন হয়ে থাকে। 

লক্ষন : বদ হজম ইহার প্রথম ও স্হায়ী লক্ষন।অম্ল এবং শ্লেষা বমি,পাকস্থলীতে জ্বালা,জিহ্বা সাদা লেপে আবৃত,উহার প্রান্ত ভাগ লাল বর্ন,পিপাসা,পেটফাঁপা,উদগার,কোষ্ঠকাঠিন্য,কখনো উদরাময়,সব সময় উপর পেটে ভার বা চাপবোধ করা, স্বল্প ও লাল মুত্র,বমি সহ তীব্র শির পীড়া,পাকস্থলীতে তীব্র ব্যাথা,ক্রমশ দূর্বলতা ও অবসন্নতা বৃদ্ধি প্রভৃতি উহার প্রধান লক্ষ্মণ।

তরুণ পীড়া কয়েকদিনের মধ্যেই আবার আরাম ফিরে আসে, জ্বর প্রবল আকার ধারন করলে দুই সাপ্তাহ ভোগাইতে পারে।
পুরাতন পীড়ার ব্যাধী মারাত্নক না হলেও দীর্ঘদিন ভুগতে হতে পারে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.